প্রেম নামক নিম্নচাপ
কিছু গল্পের ডাকনামে,
যত শব্দ তোলা থাকে,
তারা দিক হারিয়ে খেয়ালে,
শুধুই তোর নাম ধরে ডাকে
তুই হয়তো জানিস না
হয়তো জেনেও বুঝিস না
কতরকমের ঝুটঝামেলায়
জড়িয়ে আছে দুটো ডানা
যাক গে যাক সে সব কথা
আজ তোর আলোতে হাঁটবো
যত মিথ্যে মনখারাপে
বসে তোরই ছবি আঁকবো
No comments:
Post a Comment