আমাদের নামে
কোনো ছুটি নেই
পর্ব- ১
দৌড় শেষে সমস্ত ঝড় থেমে গেলো ।
পরে রইলো স্বচ্ছ ভেজা মাটি…
সবার ছুটি হয়ে গেছে ।
আমাদের সব ভরসা এখন রিপিট টেলিকাস্টে ।
আমরা বায়োপিকের মূল চরিত্র খুঁজতে বারবার
অসফল হচ্ছি, পরিণত ও হচ্ছি পাশাপাশি ।
যদি খুঁজে পাওয়া যায় সেই নড়বড়ে সাদা-লাল ডুয়েট,
তাহলেই আমাদের ছুটি হয়ে যাবে ।
পর্ব- ২
দেওয়ালে কান দিলেই অহংকারের বীজ,
যের যার রং বদলাচ্ছে গতিতে ।
আমরা জটলা করি,
কনসেপ্ট বানানোর চেষ্টা করি...
কিন্তু পারি না ।
হয়তো মুখোশ পড়লে সমস্যার সমাধান হতো...
আমাদের মুখে মুখোশ বসতেই চায় না ।
ফলাফলে আক্ষেপ বাসা বাঁধে ।
পর্ব-
৩
সবাই চলে এলো ছুটি কাটিয়ে ।
আমাদের বাড়ি ফেরার বাদামি তাগিদ,
মিলিয়ে গেছে ।
পরে আছে মনখারাপের সাইকেল…
আমরা
আয়নাকে এক আকাশ ভেবে ফেলি ।
অনেকেই,
আমাদের মধ্যে লিখতে শুরু করে দিয়েছে,
দার্শনিকের দৃষ্টিতে ।
আমি এইটুকু বুঝে গেছি,
কল্পনা ছাড়া আমার আর সমতলে ফেরা হবে না ।
এই বাস্তব আমায় আপন করে নেয়নি,
নেবেও না
কোনোদিন...
No comments:
Post a Comment