Powered By Blogger

Wednesday 29 August 2018

আমাদের নামে কোনো ছুটি নেই

আমাদের নামে কোনো ছুটি নেই
পর্ব-
দৌড় শেষে সমস্ত ঝড় থেমে গেলো
পরে রইলো স্বচ্ছ ভেজা মাটি
সবার ছুটি হয়ে গেছে
আমাদের সব ভরসা এখন রিপিট টেলিকাস্টে
আমরা বায়োপিকের মূল চরিত্র খুঁজতে বারবার
অসফল হচ্ছি, পরিণত হচ্ছি পাশাপাশি
যদি খুঁজে পাওয়া যায় সেই নড়বড়ে সাদা-লাল ডুয়েট,
তাহলেই আমাদের ছুটি হয়ে যাবে

পর্ব-
দেওয়ালে কান দিলেই অহংকারের বীজ,
যের যার রং বদলাচ্ছে গতিতে
আমরা জটলা করি,
কনসেপ্ট বানানোর চেষ্টা করি...
কিন্তু পারি না
হয়তো মুখোশ পড়লে সমস্যার সমাধান হতো...
আমাদের মুখে মুখোশ বসতেই চায় না
ফলাফলে আক্ষেপ বাসা বাঁধে ।

পর্ব-
সবাই চলে এলো ছুটি কাটিয়ে
আমাদের বাড়ি ফেরার বাদামি তাগিদ,
মিলিয়ে গেছে
পরে আছে মনখারাপের সাইকেল
আমরা আয়নাকে এক আকাশ ভেবে ফেলি
অনেকেই,
আমাদের মধ্যে লিখতে শুরু করে দিয়েছে,
দার্শনিকের দৃষ্টিতে
আমি এইটুকু বুঝে গেছি,
কল্পনা ছাড়া আমার আর সমতলে ফেরা হবে না
এই বাস্তব আমায় আপন করে নেয়নি, নেবেও না কোনোদিন...  

No comments:

Post a Comment