তোমার-আমার গল্প
তোমার
গল্পে সামিল কয়েক মাথা
ঘরোয়া
রোদে জানলা লেখে চিঠি
পাহাড়
পথে নজর থাকে পরে
সব
ইশারাতে জড়িয়ে যাও তুমি
দেওয়াল
শুধু তোমার গান ধরে
একলা
ঘরে গন্ধ তোমার ছড়ায়
মনে
পরে না রাস্তা এলোমেলো
গিঁথে
রাখি সব তোমার অপেক্ষায়
সতেজ
কোনো ঘুমের পর উঠে
দিন
সাজাতে যেটুকু সময় নেবে
অলস
চোখে দেখতে না পেলেও
হাত বাড়ালেই নাগাল আমার পাবে
No comments:
Post a Comment