Powered By Blogger

Wednesday 2 May 2018

হতাশা-বালিশ

হতাশা-বালিশ
কোনো নরম অতল বিলাসিতায়
রাখি মাথা রোজকার হতাশায়

ভাবনার জট সারা কপালে নিয়ে
শুয়ে থাকি শুধুই চোখ বুজে

অতীতের কাটানো সময় যেন মৃত
আবার নতুন কোনো পাহাড়ে হব আশ্রিত

সেই রোজকার সকাল একঘেয়ে
যেন ভাবনা মনেরই ছোট মেয়ে

এরম ভাবে হোঁচট মাখা রঙে
আমাকে স্রোত বয়ে বেড়ায় বিষণ্ণতার সঙ্গে 

No comments:

Post a Comment