Powered By Blogger

Tuesday, 17 April 2018

ছেড়ে চলে যাওয়ার পর

ছেড়ে চলে যাওয়ার পর
আজ গতি হারিয়েছে রাস্তা
খবর রেখেছে কতজন ?
প্রবল রোদ্দুরেও ভিজেছে চোখ,
তুমি ছেড়ে গেলে যখন ।

কথার উঠোনে, জমা জলে,
কমে গেছে রোজকার আয়ু ।
চিহ্নগুলো রাখলে প্রগাঢ়,
অম্লান আজ প্রেমিক স্নায়ু ।

বদলানো দেওয়াল ঘড়িতে, টাঙিয়েছি কথার ঝাঁক ।
তুমি হারানোর খবরটা ভোলেনি আজও পথের বাঁক ।

No comments:

Post a Comment