পরিস্থিতি
আলগা করে ছেড়েছি নিজেকে
ইতিহাস থেমে আছে চশমায়
ক্ষনিকের আয়ু ঝাপটানো শরীর
আমার দুঃখ একটু একটু করে সিমানা ছাড়ায়
সামনে মৃত্যুর সমস্ত কারণ
রোদগুলো উড়ে নিয়ে যায় অন্ধকারে
কোলাহল থেকে আত্মঘাতী প্রাণ
মৃত্যুই নির্ধিদায় ভালো লাগাতে পারে
এখন ঢাকতে ঢাকতে পাহাড় হয়ে গেছে মন
কেউ আমার কাছে এসে জিজ্ঞেস করেনা আছো কেমন ?
No comments:
Post a Comment