প্রস্তাব
আমাকে
শুইয়ে রেখো তোমাদের সভ্যতার পাশে,
আমি
সেই আদপে ঘর সাজাবো ।
কোনো
ভুলে ঠেলে ফেলে দিও পাহাড়ের ঢাল বরাবর,
তাও
আমি যন্ত্রনা লুকোবো ।
আমি
দেখতে চাই তোমার শহরের লোক ।
আমি
চাই সেখানে সামিল হতে ।
তোমার
ঠিকানার কাছাকাছি থাকবো,
অভ্যেস
হবে তোমায় দেখতে দেখতে ।
আর
ফিরিয়ে দিও না আমাকে,
আরও
একটা সুযোগ দাও আমায় ।
পারার
মধ্যে না পারা সব লুকিয়ে,
নিজের
মত গড়ে ফেলো আমায় ।
কারণ
আমি তোমার-ই ।
No comments:
Post a Comment