Powered By Blogger

Thursday, 28 September 2017

আমার আশ্বিন

আমার আশ্বিন

আলোর পথে করছো প্রবেশ,
সব সঠিক রাস্তা চিনে ।
আমার যত ভাবনার রেশ;
জড়িয়ে পরছে আশ্বিনে ।

গতি বাড়াচ্ছো ঝড়ের মতো ।
সময় থামছে বইয়ের তাকে ।
এক টুকরো এই মুহূর্ত,
মিশিয়ে নিচ্ছি অভ্যাসে ।

অবচেতনায় পেরোও তারিখ,
শব্দ স্রোত থাক পাহারায় ।
আমি এখনও আনতে পারি,
চাঁদের হাসি তোমার চেহারায় ।

No comments:

Post a Comment