দুঃখ বিলাসি মন
ন্যায়ের চোখে ছুরছো পাথর
আঁধার হওয়া বাকি ।
যতই ভাবি ভাববো না আর,
আরও বেশি ভাবি ।
ভাবতে বসি, কম বা বেশি,
সিউরে ওঠে গা ।
যেদিকে যত দুঃখ পাবি,
আমায় দিয়ে যা ।
আমার দেশে জং ধরা মেঘ,
কমছে আয়ু পাড়ায় ।
যেটুকু আমি আঁকড়ে ধরি,
ঠকিয়ে চলে যায় ।
বিষণ্ণতায় রঙ করেছি, আবেগি দুপুরবেলায় ।
দুঃখ বিলাসি মনটা আমার বাঁচছে একলা প্রায় ।
ন্যায়ের চোখে ছুরছো পাথর
আঁধার হওয়া বাকি ।
যতই ভাবি ভাববো না আর,
আরও বেশি ভাবি ।
ভাবতে বসি, কম বা বেশি,
সিউরে ওঠে গা ।
যেদিকে যত দুঃখ পাবি,
আমায় দিয়ে যা ।
আমার দেশে জং ধরা মেঘ,
কমছে আয়ু পাড়ায় ।
যেটুকু আমি আঁকড়ে ধরি,
ঠকিয়ে চলে যায় ।
বিষণ্ণতায় রঙ করেছি, আবেগি দুপুরবেলায় ।
দুঃখ বিলাসি মনটা আমার বাঁচছে একলা প্রায় ।
No comments:
Post a Comment