Powered By Blogger

Thursday, 10 August 2017

বুক-বাঁধা



বুক-বাঁধা
সময় নিয়ে বসো বিশ্রাম নাও খানিক ।
পায়ের তলায় সর্ষেদেরি হবে জানি

অল্প ফাঁকা রাতেবেশ ঝরেছে তারা
একটু মিষ্টি করে হাসোআমি চিনি তোমার পাড়া ।

কুঁচকে গেলো চোখবৃষ্টি ভেজা কাঁচে
হয়তো আবার দেখা হবেহোঁচট খাওয়া মাসে

চামচ থেকে সোজাতোমায় দেখে থামি ।
রং পুষেছো মনেচিঠির ঘর খাম-

এরকমভাবে পালক,
হয়েছে যত সাদা ।
আমি বুঝেছি আমার দৌড়,
তোমাতেই বুক বাঁধা

No comments:

Post a Comment