বুক-বাঁধা
সময় নিয়ে বসো । বিশ্রাম নাও খানিক
।
পায়ের তলায় সর্ষে । দেরি হবে জানি
অল্প ফাঁকা রাতে । বেশ ঝরেছে তারা ।
একটু মিষ্টি করে হাসো । আমি চিনি তোমার পাড়া
।
কুঁচকে গেলো চোখ । বৃষ্টি ভেজা কাঁচে ।
হয়তো আবার দেখা হবে । হোঁচট খাওয়া মাসে ।
চামচ থেকে সোজা । তোমায় দেখে থামি
।
রং পুষেছো মনে । চিঠির ঘর খাম-ই ।
এরকমভাবে পালক,
হয়েছে যত সাদা
।
আমি বুঝেছি আমার দৌড়,
তোমাতেই বুক বাঁধা ।
No comments:
Post a Comment