যতই হোক LED র তেজ,
আমি তোমায় ঠিক দেখতে পাবো ।
যেমন ভেজা বারান্দায় রামধনু
সবসময়ই উজ্জ্বল,
তেমনই তোমার ঘন কালো চুলের ঢেউ
যা অনেকটা জলপ্রপাতর মত বিস্তর ।
কিন্তু তুমি এত কাছে থেকেও
অনেক অনেক মাইল দূরে চলে যাচ্ছো ।
খানিকটা সময়ের চাপে ।
অার বাকিটা সেই অচেনা দল,
যারা শত শত উঁচু উঁচু পাহাড় অামাদের মাঝখানে সৃষ্টি করেছে ।
লম্বা দাড়ি টেনে চলে গেছে,
প্রেমে ।
যা তোমার কাছে চলচিত্র
অার অামার কাছে সিরিয়াস কোন ব্যাপার ।
আমি তোমায় ঠিক দেখতে পাবো ।
যেমন ভেজা বারান্দায় রামধনু
সবসময়ই উজ্জ্বল,
তেমনই তোমার ঘন কালো চুলের ঢেউ
যা অনেকটা জলপ্রপাতর মত বিস্তর ।
কিন্তু তুমি এত কাছে থেকেও
অনেক অনেক মাইল দূরে চলে যাচ্ছো ।
খানিকটা সময়ের চাপে ।
অার বাকিটা সেই অচেনা দল,
যারা শত শত উঁচু উঁচু পাহাড় অামাদের মাঝখানে সৃষ্টি করেছে ।
লম্বা দাড়ি টেনে চলে গেছে,
প্রেমে ।
যা তোমার কাছে চলচিত্র
অার অামার কাছে সিরিয়াস কোন ব্যাপার ।
No comments:
Post a Comment