তোমায় বৃষ্টি দেবো
একটা বৃষ্টি সকালতোমায় উপহার ।
একটু ভেজার আগে,
অল্প সময় থামার ।
খামে বন্দী মনটা,
এখন কাদা আচ্ছন্ন ।
তোমার দিকেই যাচ্ছি আমি
ক্রমশঃ ক্রমশঃ ।
পথে নামবো আজ
ছাতার মাধ্যম ছাড়াই
একটু একটু করে
গন্তব্যে পা বাড়াই ।
শেষের কথা না ভেবে
বর্ষাতিটাও বাতিল ।
তোমার চিবুকের ফোঁটায়,
আমি দু-মুহূর্ত ভিজি ।
No comments:
Post a Comment