Powered By Blogger

Tuesday, 23 May 2017

যেটুকু দেখি, তাই লিখি

যেটুকু দেখি, তাই লিখি
সমতল, তবু গড়িয়ে পরার ভয় ।
যুদ্ধ ছাড়াই বারুদ সাশ্রয়।
এ হাওয়ায় প্রার্থনা স্বাভাবিক ।
সাহায্য চাইলেই মানুষ পাল্টে ফেলে দিক ।
এই মিছিলে গবেষক সার্থক ।
মার খেয়ে মরে পলাতক ধর্ষক ।
কিছুই করার নেই, শুধু শুকিয়ে যায় ক্ষত ।
যার যায় তারই দুর্ভোগ যত ।
এরপরেও যারা আস্ত থাকে, তারাই আসলে বিষ ।
আমরা টিমটিম করে জ্বলে, জানাই তাদের কুরনিশ ।

No comments:

Post a Comment