বছর
শেষের গান
বছর শেষে নতুন প্রস্তুতি
সংখ্যা ছেড়ে গুঁড়ো গুঁড়ো অতীত
রাত পেরোলে আবার নতুন শুরু
এবার বাড়ুক এগিয়ে চলার গতি ।
জোর করে সব সম্পর্ক
রাখা
ফুরিয়ে যাক এক নিমেষে
নতুন সকাল, নতুন চোখে
দেখতে হবে বেজায় হেঁসে ।
মেঘলা চাদরে শহর আজ ঢাকা
এ হাওয়ায় নতুন বছরের গান
খুব শীতে জড়োসড়ো মেরে বসে আছি
করি নতুন বছরকে আহ্বান
।