মুহূর্ত
ভোর রাতে ঘুম ভাঙে
চোখ খুললে বুঝি অবাস্তব
এ বেঁচে থাকায় মেঘ করে
দাঁড়িয়ে হাসে দুঃখ সব
তবু লিখছি নিজের ভেতরে
একটা নাম নানান রঙে
এই ছিল আমার খাতায়
ধুলোবালির আর কান্নার সঙ্গে
দূর থেকে বুঝবে না কিছুই
এ সংজ্ঞায় নামছে ধস রোজ
আর একটা হারিয়ে যাওয়ার ছুতোয়
পালাতে পারলে আর পাবে না খোঁজ
No comments:
Post a Comment