Powered By Blogger

Thursday 27 June 2019

দায়বদ্ধতা

দায়বদ্ধতা
আমিও ক্রমশ নিস্তেজ হয়ে পড়ি,
এই প্রখরতা থেকে আদর খুঁজতে খুঁজতে ।
এ এক অপরূপ মায়া,
রক্ত চোখ এত আঘাতেও পারে না বুজতে ।

যেন শিখে নিতে চায় এই যুদ্ধের প্রথা,
দু হাতে শুধু ধারালো শব্দের আক্রমণ ।
যার ভিত অতীব শক্ত,
ধরতে পারে না কোনো রকমের ভাঙন ।

বারবার হেরে গিয়ে জিততে শিখে যাওয়া,
লড়াইয়ের এ এক দুর্বিসহ অবস্থা ।
খোলা চোখেই দেখি, শুধু মানুষের মৃতদেহ,
হেটে যাই তাদের ওপরে, যেন এটাই দায়বদ্ধতা ।

No comments:

Post a Comment