প্রেমের কিছু নিদির্ষ্ট খোপ
কিছু বিকেলের ধ্বংসস্তূপে আমাদের পুনরায় শ্বাসকষ্ট ।
আবদ্ধ শেওলা পাঁচিল আবেগ দিয়ে ঘেরা,
আর চারিদিক ছড়াচ্ছে ভালোবাসার বিজ্ঞাপন ।
কেউ আধখানা চোখ খুঁজছে যাকে,
সেও নিথর শরীর কাটিয়ে বেরোতে পাচ্ছে না,
বালির ঘড়ি ।
আর যারা সেই রোদ গায়ে মাখেনি, তাদের
আক্ষেপ আকাশ ছোঁয়া ।
আমার চোখ চলে যাচ্ছে এই সাজানো
ছবির গভীরে ।
যেখানে দেখছি,
প্রেমিকার নখে লেগে থাকে গত প্রেমিকের টাটকা রক্ত ।
বর্তমান সবসময় ভয়ে বন্দী ।
হয়ত তার রক্ত মুছবে অন্য কোন প্রেমিকের রুমাল ।
এর চেয়ে ঢের ভালো বাড়িতে বাগান তৈরি করা,
যেখানে আমাদের আগাগোড়া সাচ্ছন্দ ।
কিছু বিকেলের ধ্বংসস্তূপে আমাদের পুনরায় শ্বাসকষ্ট ।
আবদ্ধ শেওলা পাঁচিল আবেগ দিয়ে ঘেরা,
আর চারিদিক ছড়াচ্ছে ভালোবাসার বিজ্ঞাপন ।
কেউ আধখানা চোখ খুঁজছে যাকে,
সেও নিথর শরীর কাটিয়ে বেরোতে পাচ্ছে না,
বালির ঘড়ি ।
আর যারা সেই রোদ গায়ে মাখেনি, তাদের
আক্ষেপ আকাশ ছোঁয়া ।
আমার চোখ চলে যাচ্ছে এই সাজানো
ছবির গভীরে ।
যেখানে দেখছি,
প্রেমিকার নখে লেগে থাকে গত প্রেমিকের টাটকা রক্ত ।
বর্তমান সবসময় ভয়ে বন্দী ।
হয়ত তার রক্ত মুছবে অন্য কোন প্রেমিকের রুমাল ।
এর চেয়ে ঢের ভালো বাড়িতে বাগান তৈরি করা,
যেখানে আমাদের আগাগোড়া সাচ্ছন্দ ।
No comments:
Post a Comment