Powered By Blogger

Friday, 26 April 2019

প্রেমের কিছু নিদির্ষ্ট খোপ

প্রেমের কিছু নিদির্ষ্ট খোপ

কিছু বিকেলের ধ্বংসস্তূপে আমাদের পুনরায় শ্বাসকষ্ট ।
আবদ্ধ শেওলা পাঁচিল আবেগ দিয়ে ঘেরা,
আর চারিদিক ছড়াচ্ছে ভালোবাসার বিজ্ঞাপন ।
কেউ আধখানা চোখ খুঁজছে যাকে,
সেও নিথর শরীর কাটিয়ে বেরোতে পাচ্ছে না,
বালির ঘড়ি ।
আর যারা সেই রোদ গায়ে মাখেনি, তাদের
আক্ষেপ আকাশ ছোঁয়া ।
আমার চোখ চলে যাচ্ছে এই সাজানো
ছবির গভীরে ।
যেখানে দেখছি,
প্রেমিকার নখে লেগে থাকে গত প্রেমিকের টাটকা রক্ত ।
বর্তমান সবসময় ভয়ে বন্দী ।
হয়ত তার রক্ত মুছবে অন্য কোন প্রেমিকের রুমাল ।
এর চেয়ে ঢের ভালো বাড়িতে বাগান তৈরি করা,
যেখানে আমাদের আগাগোড়া সাচ্ছন্দ ।

Thursday, 11 April 2019

অসময়ের বেঁচে থাকা


অসময়ের বেঁচে থাকা
তারপরই বৃষ্টি আসে,
ধুয়ে যায় সমস্ত কান্না ।
বিকৃত মুখ, এমনি তাকায়,
কে চেয়ে ছিল এই ছকে ফেলা যৌবন ?
সবই যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ।
আমরা অপ্রেমিক,
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই
এই বরফ আঙ্গুল বিকল হয়ে পরে ।
আবার একটা বিষন্ন লেখা, দেওয়ালে ফোটে ।
আর সেই হরফে অনেক আগে চিঠি লেখা হত ।
আমাদের রাস্তা পার হওয়া, চোখ দিয়ে,
মন যে কবেই ছেড়ে চলে গেছে ।
আর আক্ষেপ না করে ডুবে থাকি পরিসরে ।
বুঝি কি সুন্দর বেঁচে আছে এই গোটা বিশ্ব,
মন-মুখ-মগজ-বুদ্ধি ছাড়াই ।

Saturday, 6 April 2019

সাসপেন্ডেড ফিফ্থ


সাসপেন্ডেড ফিফ্থ
একশো তেইশটা প্রগ্রেশানে তোমার যাতায়াত দেখলাম,
আর তোমার আমার দূরত্ব বুঝতে এই আলাপচারিতা ।
এত পাশাপাশি থেকেও যে এত দূর,
এত আলোকবর্ষ কন্সেপ্টের ফারাক,
তা আন্দাজ করতে পারিনি ।
তবু, আমার এই ভাঙা সূর্য একত্রিত করে,
গুছিয়ে দিই তোমাকে ।
তোমাকে বোঝাতে,
সব আলো মন খারাপ কাটায় না ।
আর সব অন্ধকার দুঃখ দেয়না ।
নিজের বাইরে বেরোলেই, নিজের জীবন সার্থক ।
আর ভাবনার চিরস্রোতে নিজের মুখ ডুবিয়ে,
রাখলে সময় কাটবে না ।