Powered By Blogger

Monday, 25 March 2019

দুর্বলতা


দুর্বলতা
ধারালো কিছু শব্দ বসিয়ে
আটকাছ...
এভাবে ফস্কে গেছে একটা আস্ত জনপদ...
আমিও তখন ভাবিনি ।
সারা রাত আলো জ্বেলে বসেছিলাম,
ভেবেছিলাম চিঠি আসবে,
মুহূর্ত বদলাবে ।               

কিন্তু প্রহর কেটে গেছে,
একবার চোখ তাকিয়ে দেখো,
“শীত ছাড়তে বসেছে” ।
নিজের স্পেকট্রাম ছেড়ে বেড়াও,
আর বারবার নিয়ম ভাঙার
অভ্যেসটা কাটাও ।
দুঃখের স্ট্যাটাস টা বদলাও ।
নতুন চাঁদ উঠবে,
আগে পুরোনো চাঁদকে তো মারো ।

Wednesday, 13 March 2019

বিফলতা


বিফলতা

কখনও আঙ্গুল জড়িয়ে কাটানো শীতকাল
পাঁজর ভাঙা বুকে ঢেউ অফুরন্ত
প্রত্যেকটা বাঁক কাটিয়ে প্রশ্ন আসে তীরে
এখনও কি আসে শীতের পরে বসন্ত ?

মৌসুমী বায়ু কতটাই বা পারলো ছুঁতে হৃদয়
কিরকম একটা বিষাদ দেওয়াল চোখের সামনে ভাসে
পেরিয়ে যাই ঋতু, কমে আসে ছড়ানো রোদ্দুর
আমারতো সব রংই ফুরিয়েছে মনের ক্যানভাসে

যা আছে অল্প আয়ু, জড়ানো মলাটে
আর একটা সাজানো অন্ধকারের ঠিকানা
মরশুম থেকে মরশুম, পাল্টায় পরিচিত মুখ
এগোলেই গায়ে এসে পরে গত শতাব্দীর আবর্জনা

Friday, 8 March 2019

নারী, তোমারে সেলাম


নারী, তোমারে সেলাম
যে তুমি ঘুমিয়ে পর,
সঙ্গম সেরে,
আর ক্রমাগত ভুলে যাও
নিজের গন্ডি ।
আবার সেই সকাল সকাল উঠে 
অফিস যাওয়ার তাড়ায়
ভেঙে ফেল পাল্টে না ফেলার রুটিন ।
আস্ত শরীরটাকে ঢেকে ফেল নানান রকম আলোয় ।
চোখে সানগ্লাস, তুমি বাস স্টপে দাড়াও ।
কিছু ক্ষুধার্ত পাগল দেখে,
তোমাকে চায়, তোমার ক্লিভেজটুকু ।
তুমি পরোয়া কর না ।
তুমিও বুঝেছো, এ খিদে সার্বজনীন ।
জন্মানোর সময় থেকে কতটা পাল্টেছ 
নিজের এই কনসেপ্ট ।
কোনো ক্রমে অফিসে ঢুকে,
যাবতীয় ফাইলে মাথা ঢুকিয়ে বসে থাকো ।
আর লাঞ্চ ব্রেকে তাঁকে ফোনে বলো,
"খেয়েছো ?"
সেও তোমাকে চায় তুমি ভালো থাকো ।
তাই শব্দ বিনিময়ে মসৃন ।
বিকেল হলে বাঁধা চুল খুলে দাও,
তোমার টেবিলে ছড়িয়ে পড়ে,
তোমার গোটা দিনের পরাধীনতা ।
পাশের টেবিলের কিছু পরিচিত মুখ,
ফিকে হয়ে গেছে ।
বস বেরোনোর সময় তোমায় লিফ্ট দিতে চায়,
তুমি বল, "আজ না ।"
এরকম কতদিন না বলে পাশ কাটাবে, ভাবো ।
আসলে, তুমিও জানো বস বস্তুটাও তোমায় খেতে চায়,
আস্ত একটা বিছানায় ।
তুমি কি ধরে রাখতে পারবে, রুখতে পারবে ?
সব গুছিয়ে বেরিয়ে পর, ক্লান্ত লাগে,
তোমার জন্য এসে গেছে উবের ।
তুমি ট্রাফিক লাইটে নিজের ফেরার গতিবিধি মাপো । 
এমন সময়ে ফোন বাজে, "বাড়ি ফিরেছ ? আমি খাবার নিয়ে ঢুকছি ।" 
তুমি হাঁপ ছেড়ে বাঁচো ।
সেই ঘরে ঢোকো সারাদিনের অন্ধকার নিয়ে ।
হাত মুখ ধুয়ে তোমার প্রিয় রাত পোশাক গায়ে চাপাও ।
খাওয়া দাওয়া সেরে ফেলো । 
আবার রাত, সীমিত সময়ের সঙ্গম ফের ।
এইটুকুর জন্যেই কি বেঁচে আছো এত্ত মশার কামড় সহ্য করে ?

Monday, 4 March 2019

পরাধীন স্বপ্ন


পরাধীন স্বপ্ন

জমাট বাঁধছে শহর,
এই রাস্তা, এই বিন্দু বিন্দু হাওয়া
জমাট বাঁধছে নদী-নালা,
মহাসাগর...

জমাট বাঁধছে রক্ত,
ফ্লাইওভার, সন্ধের তারা,
রাজনীতি, রোজকার বাড়ি ফেরার তাগিদ,
পরিচিত-অপরিচিত শত শত মুখ...

জমাট বাঁধছে নিকোটিন,
জমাট বাঁধছে প্রাক্তন, মোমবাতি মিছিল
গেরস্থের রাশি রাশি আবেগ, 
না ঘটা প্রচুর ঘটনাবলী...

এত কিছু মাথা পেতে মেনে নিয়েও,
একটা ছেলে ইচ্ছের পেরেক রাঙাচ্ছে লালে-নীলে
উন্নত এই সমাজ সবকটা পেরেক, তুলে ধরছে তাঁর কফিনের দেওয়ালে...