Powered By Blogger

Sunday 23 December 2018

একদিন দেখা হবে


একদিন দেখা হবে
 
চলো কল্পনায় দেখা করি একদিন...
কোনো নির্জন পাড় ভাঙা পুকুরের ধরে ।
সূর্যাস্তের পড়ন্ত রোদে থাক, দুটো মাথা,
অস্থির দুটো মন মিলে যাক অনির্দিষ্ট সীমারেখায় ।
কেউ হয়তো পাশেই বসে রুপোর মাছ ধরছে
চারিদিকে জৌলুস ছড়িয়ে পরছে...
আমরা যেন সব দেখতে পেয়েও না দেখার ভান-
করে আছি, খালি আমরা একে অন্যকে নিয়ে ব্যাস্ত ।

চলো, ঠিক এমন কোনো নির্জনতায়,
আমরা আমাদের গল্প পেতে বসি...
অকারণে অনেক সময় খরচ হয়েছে ।
হেঁটে পেরোনো যায়নি যে সব…
উঁচু নিচু পাহাড়, সেগুলোই আজ আমাদের আলোচনা হোক ।

Sunday 2 December 2018

অবহেলার কোলাজ

অবহেলার কোলাজ
তবু ঘুর পথই ভালো,
যদি অন্ধকারে রাখো ।
আর তোমার লুকোনো পাতায়,
আমাকে ভাঙার সূত্র বানাও ।
….
চোখ আর চশমার দূরত্বে আমরা,
মেলে না এমন সমীকরণ ।
ভেসে থাকা উচিত নয়…
তাই ভুল ভাঙলেই অদূরের পথে-
কথা রেখে, হারানোর শোক পালন ।
 ....
তবু ঘুর পথই ভালো,
যদি তোমার অজুহাত ধরি ।
আর, মেঘবালিশ ভেবেছি যেটাকে,
তা বৃষ্টি নামিয়েছি বরাবরই ।
….
এমনটা হবে জানলে দিব্যি হতো,
মাথা নিচু করে সময়ে পেরোনো…
আর বহু মানুষের ঘেরাটোপে,
নিজের বিরুদ্ধে বারবার দাঁড়িয়ে,
মুখ বুজে ঢেকে গেছি ক্ষত ।