Powered By Blogger

Monday, 21 May 2018

একটা বিকেলের ভাবনা

একটা বিকেলের ভাবনা
This photo  may be subjected to copyright.
আলতো বিকেল থেকে সন্ধে নামার তারাহুরো ।
কেটে যাওয়া ঘুড়ি শঙ্খের সুরের ছন্দে ভেসে যাচ্ছে দূরে কোথাও ।
অন্যদিকে, বাড়ির ছাদের এক কোণে জমে আছে বহু বছরের সেওলা ।
চোখে ঝাপসা চশমা নিয়েই আঁকি এই বিকেলের ছবি ।
দেখি; কত লোক চাপা পরে গেছে এরকম কোনো বিকেলের অভাবে,
বুকে পাখিদের কিচিমিচি লাগে না তাদের ।
তারা সেই সেওলাতেই আটকে বসে আছে 
সিঁড়ি বেয়ে ওঠা নামা করে পারদের মত ট্রেন ।
সেই লোকেদের কথা ভাবলে কষ্ট হয় দারুন ।

এ বিকেল আরও কিছু দিতে পারতো, আরও কিছু ঘটাতে পারতো 
মেঘেদের ভিড়ে । 
সময়ের অভাবে সব স্বপ্ন চুবিয়ে রাখি আমার অলস ছাদের বিমর্ষতায়,
এভাবেই বদলে যায় একটার পর একটা বিকেলের ভাবনা ।

Thursday, 10 May 2018

তোমাকে ছলনাময়ী

তোমাকে ছলনাময়ী

১ ।
আমার প্রত্যেকটা নিশ্বাস যদি নিরক্ষরেখার কাছাকাছি পড়ে,
তাহলে তোমার কপালেও একদিন সূর্য উঠবে ।
তুমি গুছিয়ে রেখো তাকে তোমার শাড়ির অাঁচলের স্পর্শে ।
আর ছাদের তারে আমাকে টাঙিয়ে পুড়তে দিও ।
তুমি চাপ নিয়ো না, গোলাপী ঠোঁট জোড়া কফির কাপে কাজে লাগিও ।
তাহলেই আমার শান্তি ।

২ ।
কখনও কখনও আমাকে ধারণা দিতে পারো,
যতক্ষণ না তোমার প্রিয় রঙ ফিকে হয়ে যায় ।
আমি সময় নষ্ট করব না, 
বরঙ
তোমার মনের অজানা কোন গলিতে ঢুঁ মেরে চলে আসব ।
তোমাকে যত জেনেছি তার বাইরে জানার চেষ্টা চালাব ।
তুমি সেই সরল রেখায় থেকো,
আর আচমকা যদি কোন বিপদের আভাস পাও
আমার ছায়ার কাছাকাছি চলে এসো । স্বস্তি পাবে ।

৩ ।
চোখ বুজে আসে কবিতার প্রয়োগে ।
শেষের কবিতায় উঁকি মেরে দেখলাম,
তুমি ছরিয়ে গেছো গোটা আকাশে ।
তোমার না পারাটুকু আর সমস্ত দোষ,
আমার দিকে ছুঁড়ে দিয়েছো ।
আর আমার কাছাকাছি এলে
তুমি গলে যাও অবহেলায় ।

তুমি ছলনাময়ী,
তুমি যা ইচ্ছা তাই করতে পারো ।
আমি কিছু করলেই অভিযোগ খাঁড়া করো ।

Wednesday, 2 May 2018

হতাশা-বালিশ

হতাশা-বালিশ
কোনো নরম অতল বিলাসিতায়
রাখি মাথা রোজকার হতাশায়

ভাবনার জট সারা কপালে নিয়ে
শুয়ে থাকি শুধুই চোখ বুজে

অতীতের কাটানো সময় যেন মৃত
আবার নতুন কোনো পাহাড়ে হব আশ্রিত

সেই রোজকার সকাল একঘেয়ে
যেন ভাবনা মনেরই ছোট মেয়ে

এরম ভাবে হোঁচট মাখা রঙে
আমাকে স্রোত বয়ে বেড়ায় বিষণ্ণতার সঙ্গে