Powered By Blogger

Tuesday, 17 April 2018

ছেড়ে চলে যাওয়ার পর

ছেড়ে চলে যাওয়ার পর
আজ গতি হারিয়েছে রাস্তা
খবর রেখেছে কতজন ?
প্রবল রোদ্দুরেও ভিজেছে চোখ,
তুমি ছেড়ে গেলে যখন ।

কথার উঠোনে, জমা জলে,
কমে গেছে রোজকার আয়ু ।
চিহ্নগুলো রাখলে প্রগাঢ়,
অম্লান আজ প্রেমিক স্নায়ু ।

বদলানো দেওয়াল ঘড়িতে, টাঙিয়েছি কথার ঝাঁক ।
তুমি হারানোর খবরটা ভোলেনি আজও পথের বাঁক ।

Friday, 6 April 2018

পরিস্থিতি

পরিস্থিতি 
আলগা করে ছেড়েছি নিজেকে
ইতিহাস থেমে আছে চশমায়
ক্ষনিকের আয়ু ঝাপটানো শরীর
আমার দুঃখ একটু একটু করে সিমানা ছাড়ায়

সামনে মৃত্যুর সমস্ত কারণ
রোদগুলো উড়ে নিয়ে যায় অন্ধকারে
কোলাহল থেকে আত্মঘাতী প্রাণ
মৃত্যুই নির্ধিদায় ভালো লাগাতে পারে

এখন ঢাকতে ঢাকতে পাহাড় হয়ে গেছে মন
কেউ আমার কাছে সে জিজ্ঞেস করেনা আছো কেমন ?