Powered By Blogger

Thursday, 28 September 2017

আমার আশ্বিন

আমার আশ্বিন

আলোর পথে করছো প্রবেশ,
সব সঠিক রাস্তা চিনে ।
আমার যত ভাবনার রেশ;
জড়িয়ে পরছে আশ্বিনে ।

গতি বাড়াচ্ছো ঝড়ের মতো ।
সময় থামছে বইয়ের তাকে ।
এক টুকরো এই মুহূর্ত,
মিশিয়ে নিচ্ছি অভ্যাসে ।

অবচেতনায় পেরোও তারিখ,
শব্দ স্রোত থাক পাহারায় ।
আমি এখনও আনতে পারি,
চাঁদের হাসি তোমার চেহারায় ।

Thursday, 7 September 2017

দুঃখ বিলাসি মন

দুঃখ বিলাসি মন

ন্যায়ের চোখে ছুরছো পাথর
আঁধার হওয়া বাকি ।
যতই ভাবি ভাববো না আর,
আরও বেশি ভাবি ।

ভাবতে বসি, কম বা বেশি,
সিউরে ওঠে গা ।
যেদিকে যত দুঃখ পাবি,
আমায় দিয়ে যা ।

আমার দেশে জং ধরা মেঘ,
কমছে আয়ু পাড়ায় ।
যেটুকু আমি আঁকড়ে ধরি,
ঠকিয়ে চলে যায় ।

বিষণ্ণতায় রঙ করেছি, আবেগি দুপুরবেলায় ।
দুঃখ বিলাসি মনটা আমার বাঁচছে একলা প্রায় ।