Powered By Blogger

Thursday, 13 April 2017

তুমি, আমি ও সমুদ্র


তুমি, আমি ও সমুদ্র

সমুদ্রের কাছাকাছি-
আমাদের বেজে গেছে গান
নোনা জল ধুয়ে দিয়েছে চোখ,
বালিদের সাথে জমেছে অভিমান
কত কম্পন সব দাঁড়িয়ে,
নড়িয়েছে তোমাকে আমাকে
সব হাসি হেসেছে ঢেউ-
আরো বেশি করে চিনেছি নিজেকে
এখন কাঁচের কারখানায়
মেঘেদের মত মসৃণ দুজনে
নতুন রঙের হদিস পাইনি,
বরঙ সাগর হয়ে গেছে মনে মনে

No comments:

Post a Comment