Powered By Blogger

Friday 13 March 2020

রিভোলিউসন


রিভোলিউসন

একটু হাত রাখতে দাও তোমার চেতনার বাইরে ।
যেদিকে ধ্স নামে অল্প বৃষ্টি হলেই আর
তুমি পা ফেলতেই খেলে যায় মুখচোরা প্রশ্নগুলো ।
সেই ফিরে যাওয়া,
তোমার বিবর্তন দেখব বলে গোটা রাত ঘুমোতে পারিনি ।
এই অসীমে শুধুই পাঁচিল,
শুধুই বিভেদ,
তাও সব একাকার হয়ে যায় একটু উঁচু করে দেখলে ।
তুমিই গর্ব হয়ে ফোটো,
সবাই বলে, তাই তোমাকেই স্মরণ করি বিপদে-আপদে ।
চোখ বুজে যায় তবু ঘুম আসে না
এই সব চিন্তার সড়ক ।
আমাকে মানায় না এই খাপে যেখানে বিনোদন, রক্ত সব এক ।
তাও হাজির হই যতটা পারা যায়,
মৃত্যু উপেক্ষা করে ।
এইরকম ভাবতে ভাবতে…
আমিও বুঝেছি, কিচ্ছু পারোনা তুমি,
আজীবন বাল ছিড়ে গেছ নৈতিক কথার আড়ালে ।
সবাই বোকার মতো তোমায় বাহবা দিচ্ছে,
আমি একা কোন রিভোলিউসন আনতে পারিনা ।

No comments:

Post a Comment