Powered By Blogger

Friday 13 March 2020

রিভোলিউসন


রিভোলিউসন

একটু হাত রাখতে দাও তোমার চেতনার বাইরে ।
যেদিকে ধ্স নামে অল্প বৃষ্টি হলেই আর
তুমি পা ফেলতেই খেলে যায় মুখচোরা প্রশ্নগুলো ।
সেই ফিরে যাওয়া,
তোমার বিবর্তন দেখব বলে গোটা রাত ঘুমোতে পারিনি ।
এই অসীমে শুধুই পাঁচিল,
শুধুই বিভেদ,
তাও সব একাকার হয়ে যায় একটু উঁচু করে দেখলে ।
তুমিই গর্ব হয়ে ফোটো,
সবাই বলে, তাই তোমাকেই স্মরণ করি বিপদে-আপদে ।
চোখ বুজে যায় তবু ঘুম আসে না
এই সব চিন্তার সড়ক ।
আমাকে মানায় না এই খাপে যেখানে বিনোদন, রক্ত সব এক ।
তাও হাজির হই যতটা পারা যায়,
মৃত্যু উপেক্ষা করে ।
এইরকম ভাবতে ভাবতে…
আমিও বুঝেছি, কিচ্ছু পারোনা তুমি,
আজীবন বাল ছিড়ে গেছ নৈতিক কথার আড়ালে ।
সবাই বোকার মতো তোমায় বাহবা দিচ্ছে,
আমি একা কোন রিভোলিউসন আনতে পারিনা ।

Tuesday 10 March 2020

লেখালিখির সাতকাহন

লেখালিখির সাতকাহন

কুর্নিশ তোমায়,
আমার জাতীয় শব্দের প্রতিফলন ।
যেন প্রতিটা সন্ধ্যা,
তুমি আমি ক্লান্ত হ্যালোজেন,
গুঁড়িয়ে যাই সতেজ হওয়ার নেশায় ।
আর বিপক্ষে অজস্র চিন্তিত তারিখ,
পথ আটকায় ।
মাঝে মধ্যেই ভাবি,
এই অবচেতনায় তোমায় লুকিয়ে রাখব ।
কাউকে জানতে দেব না তোমার গুরুত্ব ।
তুমিও পা রাখলে নাম না জানা তারার গায়ে,
এক অপরিচিত পর্যায়ে ।
তোমাকে ছাড়া কিছুতেই যেন এগোনো যায় না ।
অজস্রতার ভিড়ে তুমিও আমাকে বেছে নিলে ।
তোমাকে জানলায় পেলাম,
তোমাকে ফাঁকা বিকেলে পেলাম ।
এত শিকড় জড়ানো অধ্যায়ে,
তুমিই এক নবজাগরণ ।
তুমি, আমার চোরাস্রোতের ভাবনা,
বিকল হওয়া ফুসফুসের,
রোজকার অপ্রকাশিত লেখন ।