Powered By Blogger

Tuesday, 3 September 2019

ঠান্ডা লড়াই

ঠান্ডা লড়াই
পাল্টেছ অনেকটাই তাদের সাথে মিশে,
আমি তোমার টাইপের শব্দ শুনি ।
যেখানে দেওয়াল বয়ে আনে অজানা পথ,
তুমি বরাবরই অযথা কাল্পনিক ।

দুমড়ে গেছে বৃষ্টি, কামড়ে ধরেছে অজুহাত,
তুমি বলো তুমি মিথ্যের মতো স্বচ্ছ ।
আমরা জলের গায়ে ধৈর্য ছুড়ি, পাথরের মত,
উঠে আসে জ্বলন্ত ফুসফুস আর কাব্য ।

আমি লোভী, আকড়ে ধরি দুটোই,
দু হাতে যতটা সম্ভব তার থেকেও বেশি ।
তোমরা পরীক্ষা নাও আজীবন সচেতন হয়ে,
আমরা হেরে গেলেই তোমরা জয়ী ।

No comments:

Post a Comment