আমরা তোমাতেই থাকি
বিপদ ঘরে গুনছি সময় ।
দেখছি তোমার সংসারি মন ।
যত্নে বোনা রোদের ভেতর,
তোমার সুখের দাম্পত্য জীবন ।
একক হয়ে তুলছ ছবি,
গৃহস্থ সব বাড়তি আবেগ ।
আমার পাড়ায় বৃষ্টি নামে,
নেই আকাশে এক ফোঁটা মেঘ ।
রাতের দিকে কবিতা পুষি,
নেশার চোটে প্রহর কাটাই ।
ঘুম আসে সেই ভোরের দিকে,
ঘুমের মধ্যেও হোঁচট খাই ।