Powered By Blogger

Tuesday, 30 July 2019

আমরা তোমাতেই থাকি


আমরা তোমাতেই থাকি
বিপদ ঘরে গুনছি সময় ।
দেখছি তোমার সংসারি মন ।
যত্নে বোনা রোদের ভেতর,
তোমার সুখের দাম্পত্য জীবন ।

একক হয়ে তুলছ ছবি,
গৃহস্থ সব বাড়তি আবেগ ।
আমার পাড়ায় বৃষ্টি নামে,
নেই আকাশে এক ফোঁটা মেঘ ।

রাতের দিকে কবিতা পুষি,
নেশার চোটে প্রহর কাটাই ।
ঘুম আসে সেই ভোরের দিকে,
ঘুমের মধ্যেও হোঁচট খাই ।

Sunday, 21 July 2019

মুহূর্ত

মুহূর্ত

ভোর রাতে ঘুম ভাঙে
চোখ খুললে বুঝি অবাস্তব
বেঁচে থাকায় মেঘ করে
দাঁড়িয়ে হাসে দুঃখ সব

তবু লিখছি নিজের ভেতরে
একটা নাম নানান রঙে
এই ছিল আমার খাতায়
ধুলোবালির আর কান্নার সঙ্গে

দূর থেকে বুঝবে না কিছুই
সংজ্ঞায় নামছে ধস রোজ
আর একটা হারিয়ে যাওয়ার ছুতোয়
পালাতে পারলে আর পাবে না খোঁজ