ভীতু শহরের মনখারাপ
আমরা থাকব আসার সময়ে
দমকা হাওয়ায়
তোমরা থেকো মনখারাপের
ফেরত যাওয়ায়
পুষতে পারো অহংকারে
নিজের দু চোখ
সাহসী সব শেষের পাতায়
বিচ্ছেদ হোক
ভালো থাকার পদ্ধতিতে
মিশিও জল
নোনতা হলেই রাত ভেজানোর
প্রটোকল
তাও যেন আজকাল খুব
একলা লাগে
ঘুম পাড়ানি উপত্যকাও
রাত জাগে
হিসেব রাখার লোক থাকেনা
মনখারাপের
আমরা থাকব আসার সময়
আচমকা ঝড়ে
No comments:
Post a Comment