Powered By Blogger

Wednesday, 22 May 2019

ভীতু শহরের মনখারাপ

ভীতু শহরের মনখারাপ
আমরা থাকব আসার সময়ে
দমকা হাওয়ায়
তোমরা থেকো মনখারাপের
ফেরত যাওয়ায়

পুষতে পারো অহংকারে
নিজের দু চোখ
সাহসী সব শেষের পাতায়
বিচ্ছেদ হোক

ভালো থাকার পদ্ধতিতে
মিশিও জল
নোনতা হলেই রাত ভেজানোর
প্রটোকল

তাও যেন আজকাল খুব
একলা লাগে
ঘুম পাড়ানি উপত্যকাও
রাত জাগে

হিসেব রাখার লোক থাকেনা
মনখারাপের
আমরা থাকব আসার সময়
আচমকা ঝড়ে

No comments:

Post a Comment