Powered By Blogger

Thursday, 22 November 2018

পরিণত


পরিণত
এখনও তুমি পারদ বোঝো,
কাব্য জমাও শুকনো ডালে ।
বারুদ মনে বিপ্লব খোঁজো,
মুখ ফেরাও অন্তমিলে ।।

আমি শুধুই নিয়ম ভাঙি,
চশমা জুড়ে নিকোটিন গুঁড়ো ।
দূরের রাজ্যের কবিতা আনি,
টাঙিয়ে রাখি পাহাড় চূড়োয় ।।

থাক আজকে সস্তা জোয়ার,
নদীর জলে যাচ্ছি ভেসে ।
তোমার কথা বেশ গোছানো,
অন্য কাউকে ভালোবেসে ।

এখনও ফেরার দিনে চাইলে, ইতস্ততঃ দুটো মন ।।
কিছুটা বাড়তি অভিযোগে যেন মনখারাপের বিজ্ঞাপন ।।

Thursday, 1 November 2018

আছি আমি

আছি আমি

আছি আমি কোলাহলে,
দেখি জাহাজ ভেসে যায় ।
সময়ের গায়ে জমছে ধুলো,
নিরপেক্ষ যেই দাঁড়ায় ।

আমি যাই,
খুঁজে পাই,
ঢেকে যাওয়া ঘূর্ণি ঝড়ে ।
আমার গাছের,
সব সবুজ,
এমনি এমনি গুমরে মরে ।

এই অন্ধকার রাস্তা অচেনা,
জানতে চাইছি সমাধান ।
এত অভিমত ভাসছে স্রোতে,
তবু কিসের পিছুটান ।

আমি যাই,
সামলাই,
কুয়াশা চারিদিকে ।
আমার ডানায়,
সব রঙ,
আস্তে আস্তে খুব ফিকে ।