Powered By Blogger

Sunday 24 June 2018

ইচ্ছে

ইচ্ছে
ভাবনার রাস্তাটা একঘেঁয়ে   
স্বপ্নের রাস্তাটা আমার   
গান গেয়ে ঘুরে যাই পথে
প্রয়োজন নেই কোনো থামার

উত্তরে জানলায় ঝংকার
হাওয়া এসে দোলা দেয় শরীর
মুখ নীচু কবিতারা অসহায়
মুঠোয় ইচ্ছেরা বন্দি

তাও সেই স্বপ্নেরা বাঁচে   
ঝড় থেমে গেলে       
দাম পাবে ইচ্ছে   

গতিহীন মিশে যাই ভিড়ে
রোদ থামে চশমার পালক
তোলা থাকে বাঁধাগুলো আজকে
কোনো প্রয়োজন নেই কারো

যদি ওরা যায় ছোঁবো আকাশ
ডানাগুলো মেলে ওই মেঘে
দেখি আজ আমায় কে আটকায়
সৃষ্টির কণিকারা জেগে

তাও সেই চাওয়াটুকু বাঁচে   
ঝড় থেমে গেলে        
দাম পাবে ইচ্ছে    

Wednesday 6 June 2018

তোমার-আমার গল্প

তোমার-আমার গল্প
তোমার গল্পে সামিল কয়েক মাথা
ঘরোয়া রোদে জানলা লেখে চিঠি
পাহাড় পথে নজর থাকে পরে
সব ইশারাতে জড়িয়ে যাও তুমি

দেওয়াল শুধু তোমার গান ধরে
একলা ঘরে গন্ধ তোমার ছড়ায়
মনে পরে না রাস্তা এলোমেলো
গিঁথে রাখি সব তোমার অপেক্ষায়

সতেজ কোনো ঘুমের পর উঠে
দিন সাজাতে যেটুকু সময় নেবে
অলস চোখে দেখতে না পেলেও
হাত বাড়ালেই নাগাল আমার পাবে