আমার শহর
সন্ধে যখন নামে শহরের বুকে,
সবাই তখন ভুগছে একই অসুখে ।
একেএকে সবাই ছাড়ছে বাড়ন্ত উঠোন,
কোলাহল ভেঙে হচ্ছে নিয়মিত খুন ।
এত আলোর পথ, নিভে গেছে খুব সহজে;
পুরোনো মন এখনো সেই সকালটাই খোঁজে ।
আমার শহর আজ মোড়া একাকিত্বের চাদরে,
কেউ নেই তার
পাশে । শুধু ঢেকেছে সে অনাদরে ।
যত অয়োজন আজ সব খনিকেই
শেষ ।
শুধু প্রয়োজনেই হবে রাশি
রাশি মানুষের রেশ
।
গতকালের আনন্দের কোনো দাম নেই আজ,
যেকজন দুঃখ নিয়েও পরে আছে, তারাই শহরের প্রকৃত বন্ধু বলে আমার আন্দাজ ।