Powered By Blogger

Tuesday, 31 October 2017

আমার শহর

আমার শহর
সন্ধে যখন নামে শহরের বুকে,
সবাই তখন ভুগছে একই অসুখে
একেএকে সবাই ছাড়ছে বাড়ন্ত উঠোন,
কোলাহল ভেঙে হচ্ছে নিয়মিত খুন
এত আলোর পথ, নিভে গেছে খুব সহজে;
পুরোনো মন এখনো সেই সকালটাই খোঁজে
আমার শহর আজ মোড়া একাকিত্বের চাদরে,
কেউ নেই তার পাশেশুধু ঢেকেছে সে অনাদরে
যত অয়োজন আজ সব খনিকেই শেষ ।
শুধু প্রয়োজনেই হবে রাশি রাশি মানুষের রেশ ।
গতকালের আনন্দের কোনো দাম নেই আজ,
যেকজন দুঃখ নিয়েও পরে আছে, তারাই শহরের প্রকৃত বন্ধু বলে আমার আন্দাজ

Friday, 20 October 2017

তরুণ মাথা

তরুণ মাথা
খানিকটা পথ আলগা সুতোয়,
কবির হিরিক ।
তরুণ মাথায় চৌরাস্তা;
একঘেয়ে লিরিক ।

আগের থেকে সময় এখন,
অনেক দ্রুত ।
বন্ধ ঘরে হাসছে কবি,
বোরিং ছন্দ ।

জোট পাকছে শীতের চুমুক,
বেয়াক্কেলে ।
জল গড়াচ্ছে ভাবনা থেকে,
চতুর্বুঝে ।

সুযোগ পেলেই প্রেমের পথে,
আসবো ফিরে ।
এখন নাহয় স্বপ্ন সাজাই,
সুখের তীরে ।