Powered By Blogger

Wednesday 26 July 2017

যুদ্ধ-সময়

যুদ্ধ-সময়
ঘুমের বাইরে আবার একটা ঘুম ।
ছোট্ট চোখে, বুক চেতানো শহর ।
দমকা হাওয়া ।
আচমকা ভাসা ভাসা শব্দ ।
বেতারে আবঝা, স্পষ্ট শোনা যায়,
"যুদ্ধ বাকি অাছে ।"
ব্যাস এটুকুই...?
বাস্তবে হিংস্রতা প্রবলভাবে চলছে ।
নক্ষত্রের ঝাঁকে জ্বলছে অন্ধকার ।
কেউ কোনদিন হেঁটে গেল না, বিক্ষিপ্ত মাটির ওপরে...

থতমত খাওয়া চেহারায় শুনছি,
ধস নামবেই ।

তারপরেই...

গোলে যাবে এই গোটা দৃষ্টি ভঙ্গি ।
চাপা পরে যাবে যুদ্ধ মেজাজ...

অনবরত ঘাম রোমকূপ বেয়ে ।
আলোর গতিও কম এর চেয়ে...
যেদিকেই তাকাই বারুদের মতো ঝর্ণা ।
লেখা থাকবে এই সমস্ত তারিখ, শুধু ঘেন্নায়...
 

Thursday 13 July 2017

তোমায় বৃষ্টি দেবো


তোমায় বৃষ্টি দেবো
একটা বৃষ্টি সকাল
তোমায় উপহার ।
একটু ভেজার আগে,
অল্প সময় থামার ।

খামে বন্দী মনটা,
এখন কাদা আচ্ছন্ন ।
তোমার দিকেই যাচ্ছি আমি
ক্রমশঃ ক্রমশঃ ।

পথে নামবো আজ
ছাতার মাধ্যম ছাড়াই
একটু একটু করে
গন্তব্যে পা বাড়াই ।

শেষের কথা না ভেবে
বর্ষাতিটাও বাতিল ।
তোমার চিবুকের ফোঁটায়,
আমি দু-মুহূর্ত ভিজি ।