তুমি, আমি ও সমুদ্র
সমুদ্রের
কাছাকাছি-
আমাদের
বেজে
গেছে
গান
।
নোনা
জল
ধুয়ে
দিয়েছে
চোখ,
বালিদের
সাথে
জমেছে
অভিমান
।
কত
কম্পন
সব
দাঁড়িয়ে,
নড়িয়েছে
তোমাকে
আমাকে
।
সব
হাসি
হেসেছে
ঢেউ-
আরো
বেশি
করে
চিনেছি
নিজেকে
।
এখন
কাঁচের
কারখানায়
মেঘেদের
মত
মসৃণ
দুজনে
।
নতুন
রঙের
হদিস
পাইনি,
বরঙ
সাগর
হয়ে
গেছে
মনে
মনে
।
তোমার
নাম করে
স্বপ্নের খুব
কাছাকাছি ইচ্ছেরা উড়োজাহাজের মত উড়ে,
তোমায় মনে
করায় ।
কখনও ফেরত
চাওনি সে রুমাল, তাই দিইনি ।
সেখানে তোমার
অসংখ্য ভাবনা বোনা হয়েছে নানা রঙের সুতোতে,
ভালোলাগার
মুঠোতে ।
খালি পায়ে
তোমাকে অনুসরণ করতে করতে,
হোঁচট লেগে,
ঘুম ভেঙে যায় ।
না বুঝেও ঘাড়
নেড়ে যাই, বোঝার ভান করি ।
আজকের তারিখে
দাঁড়িয়ে তোমায় খুঁজতে ব্যর্থ হই ।
শুধু রক্ত
জমাট বেঁধে মন ভারী করে দিয়েছে ।
অনেক মাঠেই
জ্বলে কৃষকের ভাঙা মন ।
সময় দাঁড়ায় না, তাই তুমিও চলে গেছিলে তখন ।