ভালো-ভাষা
একদিকে মন বাড়িয়ে নিয়েছে বয়স
চেনা পথে লেগে অচেনার নিশ্বাস;
এখানেই সব অক্ষর থেমে যায়
আসলে কথার ধরন বদলাতে হয় ।
পাতার পর পাতা ইতিহাস লেখা থাকে
ভাষার দাম কজনই বা বোঝে,
সব লেখা চাপিয়ে নিয়ে ঘুরি
মাতৃভাষার মিলবে কি আর জুরি ?
তোমরা বুঝলে না । ভাবলে দুঃখ হয় বড্ড
বেশি,
সভ্যতা এখন দেশে থেকে ভিন-দেশি ।
তবে শেষে সেই বাংলায় ফিরতে হয়
মন থেকে চাই বাঙলা ভাষার জয় ।
এই ভাষার স্বাদ যে কতটা, তা লিখে বোঝানো
যায় না;
তবে সে আমার খুব কাছের বাংলা ভাষা,
ভালোবাসা ।