Powered By Blogger

Tuesday 21 February 2017

ভালো-ভাষা



ভালো-ভাষা 
একদিকে মন বাড়িয়ে নিয়েছে বয়স 
চেনা পথে লেগে অচেনার নিশ্বাস;  
এখানেই সব অক্ষর থেমে যায় 
আসলে কথার ধরন বদলাতে হয় । 
পাতার পর পাতা ইতিহাস লেখা থাকে  
ভাষার দাম কজনই বা বোঝে, 
সব লেখা চাপিয়ে নিয়ে ঘুরি
মাতৃভাষার মিলবে কি আর জুরি ? 
তোমরা বুঝলে না । ভাবলে দুঃখ হয় বড্ড বেশি,
সভ্যতা এখন দেশে থেকে ভিন-দেশি । 
তবে শেষে সেই বাংলায় ফিরতে হয়
মন থেকে চাই বাঙলা ভাষার জয় ।

এই ভাষার স্বাদ যে কতটা, তা লিখে বোঝানো যায় না;
তবে সে আমার খুব কাছের বাংলা ভাষা, ভালোবাসা ।
https://itsmetinaling.files.wordpress.com/2010/11/3362683790_f40f086222.jpg

Wednesday 1 February 2017

সরস্বতী পূজোর ইতিকথা

সরস্বতী পূজোর ইতিকথা
সকাল জুড়ে হলুদ শাড়ির রেশ
সানগ্লাসেতে নাম করা সুন্দরী 
শুরুর পথে দাম পায়না শেষ 
সব অভিযোগ মেপে চলে ঘড়ি ।

 বষন্তের আদলে শহর ঘেরা
 মেতে উঠেছে বীণাপানি বন্দনা 
তোমার পোষাকে তুমি লাগছো সেরা
না, আজকে আর তোমায় ভাববোনা ।

 বরঙ আজ খুশির আমেজ থাক
 সমান্তরাল বাড়ুক রক্তচাপ 
দেবী বন্দনায় দিনটা কেটে যাক 
রাস্তা-ঘাটে বাড়ুক উষ্ণতা ।