১| দায়বদ্ধতা
এ যেন এক ক্ষনিকের অবকাশ...
দায়বদ্ধতা ছিঁড়ে পূর্ণতার উচ্ছ্বাস ।
পলাতক আজ বিদ্রোহের ব্যালটে,
মরে গেলে কেউ আর দেখে না পাল্টে ।
ফিরে যাওয়া তাই মায়ার তকমা ফেলে,
রং করা মুখগুলো আপোষের সঙ্গে ঝোলে ।
এখানেই মুক্তি খোঁজে, ব্যর্থ হাতের শেষ তাস...
দায়বদ্ধতা ছিঁড়ে পূর্ণতার উচ্ছ্বাস ।
আর কেউ জানি খোঁজ নেয় না দুঃসময়ে...
জানলা জুড়ে ক্লান্ত কংক্রিট গায়ে সয় ।
দেখি, বেচা কেনার নদীতে ভেসে ওঠে আরেকটা লাশ...
দায়বদ্ধতা ছিঁড়ে পূর্ণতার উচ্ছ্বাস ।