বেকারত্ব বনাম ভালোবাসা
আবারও
নজর
কারলো
প্রতিষ্টিত
চকচকে গাল বুটের পালিশে ধার
জোরালো
শব্দে
যার
অনুমতি
বসাও
সেও
হয়তো
চিরকালই
বেকার
স্পর্ধা
তার
জমছে
ঠোঁটে
চুমু
অনেক
ছুটেও
অনেক
খানি
দূরে
মেয়েটারও
আজ
বাড়ছে
বয়স
ভীষণ
বাড়ির
চাহিদা
সরকারি
চাকুরে
ছেলেটার
আজ
ঠেকছে
আকাশে
মাথা
প্রেমের
তাগিদ
সারা
শহরে
ছোটায়
কোনো
রকমে
একটা
কিছু
পেলে
দু
চোখে
একটু
ভারসাম্য
যোগায়
কপাল
মন্দ
জুটলো
না
তার
কিছুই
অপ্রকাশিত
প্রেম
এখন
অন্যের
ঘরে
ছেলেটার
আজ
শ্বেত
পাথরের
বুক
ফ্যানের
থাকে
নিথর
শরীর
ঝোলে
আরও
একবার
পরাজিত
ভালোবাসা
সমীকরণ
যত
সংখ্যাই
টিকিয়ে
রাখে
আমরা
এখনও
প্রেমেই
ঝোঁকাই
মাথা
অবুঝ
মন
অবচেতনার
বাঁকে