অলস ক্যাকোফোনি
তোমায় লাগে দূরের মানুষ
কাছেই থাকো নদীর মতন
সবাই দেখায় নিয়ম করে
মন খারাপের বিজ্ঞাপন
যেমন ভাবে জড়িয়ে ছিলে,
কথায় কথায় অবাধ্যতায়...
তেমনই এখন শান্ত পাহাড়
কঠিন ভীষণ নিরবতায় ।
দাঁড়িয়ে থাকে একলা হতে
শব্দ ভেঙ্গে রাস্তা গড়ে
আবার জানি উত্তেজনায়
ডাকব তোমায় নেশার ঘোরে
শেষ যাত্রায় সতর্কতা ঢাকছে আকাশ সেপিয়া রঙে
আজকাল আর মন ভাঙে না, মন ভাঙতেও শক্তি লাগে