মনখারাপের রিংটোন
কথায় কথায় ভিজিয়ে নিই সন্ধে,
তরল গ্লাসে হলুদ ছড়ায় দেহ…
চিহ্ন রাখা শহরতলীর মধ্যে,
আমরা খাচ্ছি একে অন্যের মস্তিস্ক ।
আড়াল করছি ভাগের সবটুকু,
শীতের আগেই বাস্প হচ্ছে উত্তাপ ।
লেখার দাগে গুছিয়ে নেওয়া প্রেমটাও,
বিক্রি করে সস্তা দামে গোলাপ ।
আঘাত করে তাই, সময় মতো রোজই ।
ধারালো চোখে ছন্দ হারায় উঠোন । ।
সবের মধ্যে ভীষণ জোরে বাজছে,
মনের মতো মনখারাপের রিংটোন । ।