Powered By Blogger

Monday, 16 December 2019

প্রেম যেন থার্মোডাইনামিক্স

প্রেম যেন থার্মোডাইনামিক্স
এখনও সব ক্ষতওয়ালা চোখে,
বিষাদ আর প্রেম একসাথে ফোটে ।

মুখ নামিয়ে, গাল ভিজিয়ে,
গল্প যত এভাবেই ফুরিয়ে যায় ।

কত কথা থেকে যায় বাকি,
না বলা ঋণ শব্দ চিরকুটে ।

তবু জানি জাহাজ আসবে আদর নিয়ে,
রাত জেগে তাই বসে আছে বন্দর ।

প্রশ্রয় আছে তার মনের উঠোনে,
ক্লোরোফিল মেলাচ্ছে সমীকরণ ।

অযথা এই ভিড়, বিরতিতে মেশে ভয় ।
কোমর থেকে ঢেউ ওঠে আঘাতের মতো ।

আর অনেক দূরে যাদের বাড়ি,
দেখতে পায় কম বুঝে ফেলে বেশি...
তারাই রটায় শহরতলিতে,
প্রেম নাকি বোকা বাক্সেই বন্দি...