পাথুরে যোগাযোগ
এক জীবন্ত জলাশয়, দুঃখের ভাগ বাটোয়ারা ।
আমরা ছিলাম রাস্তার এপারে,
ধার করা কাব্যে, যা আজীবন অপ্রকাশিত ।
সে রাস্তার ওপর লড়ে যাচ্ছে ট্রাফিক,
আর মরে যাচ্ছে আমাদের স্বপ্নের ফিতে ।
আমরা একগুঁয়ে, তারাদের পাশে নিজের এলাকা বানাই,
হার মানতে নারাজ আমাদের চটি ।
আমরা রাস্তা পেরোতে পারি না বা আরও সংক্ষেপে রাস্তার ওপার আমাদের
জন্য নয় ।
দাঁড়াও, দাঁড়াও...
কি আশ্চর্য ! তোমরা কেউই নেই । সবাই পালালে দুমড়ে যাওয়ার ভয়ে ।
আমি একা পরে আছি এই মৃত্যুর অপব্যবহারে ।
তবু কিছুতেই পোষ মানতে পারছি এই নীরব মন ।
আমরা যারা একই সূর্যে হতাশা ছড়াতাম আজ সেই দলে আমি একা, সিগারেট হাতে
।
আর তোমরা দর্শক, দাঁত ক্যালানে দর্শক ।