Powered By Blogger

Thursday, 31 January 2019

পরীক্ষামূলক অনুমান


পরীক্ষামূলক অনুমান

রাখতে হলে উত্তেজনা,
ফর্মুলা আর ক্লান্ত নাবিক ।
বাকিটুকু ধূসর ভীষণ,
তোমার কথার মতোই ভারী ।

আর একটা স্তবক মনখারাপের,
লিখতে বলছে রোদের গান ।
তোমার চৌকাঠ হরকায় কম,
আর আমারটাই বিপদ সমান ।

তা বলে লাগাম কিসের ?
হাওয়াই ডাকে নিয়ম করে ।
আজকাল যার আঁকছ ছবি,
সেই তোমার কেবল কাছের ।

নমুনা রাখতেই পারো, স্পর্শকাতর অথবা বিলাসিতা 
সব পরীক্ষা শেষের ভাগে দেখতে পাবে, সাবলীল নাকি অক্ষমতা