Powered By Blogger

Monday, 17 September 2018

সাইত্রিশ পাতা তোমায় পড়ার পর

সাইত্রিশ পাতা তোমায় পড়ার পর

জানলা খুললেই হাওয়ার সঙ্গে ঢুকে পরে,
তোমার চিঠি ।
বেশ কিছু আনকোরা প্রশ্ন ।
তোমায় খুঁটিয়ে পড়েছি তাও সবের উত্তর লিখতে পারিনি ।
তীব্র ফ্রিকোয়েন্সি গায়ে মেখে আমি অন্তহীন হোঁচট বুনেছি নীল-হলুদ রঙে ।
তাও তোমাকে পড়া বন্ধ করিনি ।
তোমার দর্শন বুঝতে বুঝতে আমিও দার্শনিকের মতো চুল আঁচড়াই ।
তুমি এই সমস্ত যন্ত্রণা ডিফাইন করেছ তেইশ নম্বর পাতায় ।
খুব সাবলীল তোমার কনসেপ্ট ।
আমি সাইত্রিশ পাতার পর আর এগোতেই পারিনা,
ক্রমশ ঘুরপাক খাচ্ছি তোমার নির্বিকার মোহজালে ।