প্রেমের লেখা
কোন সন্ধে ঝাপসা কফি কাপে,
মন আটকে দুরন্ত তোর ছবি ।
গোলাপ কাঁটায় আঙ্গুলগুলো রেখে,
বলেই ফেলি "তুই কি আমার হবি ?"
অর্ধেক শুনেই, মুখ নামালি তুই,
কয়েকটা চুল গড়িয়ে পরলো গালে ।
আমার খাঁচায় বন্দি সব চড়ুই,
উত্তর খোঁজে নড়বড়ে প্রেমের ডালে ।
অবশেষে ফুটলো তোর কথা
তুই বললি, "আচ্ছা চল বেশ" ।
শুনতেই আমার দূর হল সব ব্যাথা,
আমার দেশে গঠল তোর প্রবেশ ।
আলতো গলায় তোর উত্তর নিয়ে, ভাসলাম পথে, স্বপ্ন বুকে জড়িয়ে ।
তোর অক্ষরে লিখলাম আমার নাম । পাশে থাকলে, দিয়ে যাবো ভালোবাসার দাম ।